দেবী সর্বমঙ্গলার আশীর্বাদী ফুল ও প্রসাদ পৌঁছে গেল কালীঘাটে : জয়ের জন‍্য প্রার্থনা উপনির্বাচনে

26th September 2021 12:53 pm কলকাতা
দেবী সর্বমঙ্গলার আশীর্বাদী ফুল ও প্রসাদ পৌঁছে গেল কালীঘাটে : জয়ের জন‍্য প্রার্থনা উপনির্বাচনে


নিজস্ব সংবাদদাতা ( কলকাতা ) : ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচনে তৃণমূল প্রার্থী স্বয়ং দলনেত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় ‌ । বিপুল ভোটে জয়ের প্রার্থনা জানিয়ে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্ৰেস জয়হিন্দ বাহিনী ও বর্ধমান শহর তৃণমূল জয়হিন্দ বাহিনীর উদ‍্যোগে পুজো দেওয়া হয়েছিলো বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলার কাছে । বিরোধী রাজনৈতিক দলের প্রার্থীদের বিরাট ব‍্যবধানে পরাজিত করবেন দলনেত্রী সেই বিশ্বাস  রয়েছে সকলের মনেই । দেবীর দরবারে প্রার্থনা জানানোর পর জয়হিন্দ বাহিনীর প্রতিনিধি রা কালীঘাটেপৌঁছে দিলেন সর্বমঙ্গলার আশীর্বাদী ফুল সহ প্রসাদ । তৃণমূল কংগ্রেস জয়হিন্দ বাহিনীর রাজ‍্য সভাপতি তথা দলনেত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় এর ভাই কার্তিক বন্দ‍্যোপাধ‍্যায় এর হাতে তুলে দেওয়া হল ফুল , প্রসাদ । পূর্ব বর্ধমান জেলা তৃণমূল জয়হিন্দ বাহিনীর সভাপতি রবীন নন্দী সহ সেখ ডালিম , অনির্বাণ চৌধুরী , সৌমেন যশ , আব্দুল কাদের উপস্থিত ছিলেন । দলনেত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় এর সুস্থতা , দীর্ঘায়ু কামনা করে জয়হিন্দ বাহিনীর নেতৃত্বরা জানিয়েছেন ফলাফল প্রকাশ হলেই জানা যাবে দিদির জনপ্রিয়তা । 





Others News

পর্ণশ্রীতে মা ও ছেলের নৃশংস খুনের কিনারা পুলিশের

পর্ণশ্রীতে মা ও ছেলের নৃশংস খুনের কিনারা পুলিশের


নিজস্ব সংবাদদাতা ( কলকাতা ) :  পর্ণশ্রীতে মা-ছেলেকে নৃশংভাবে খুনের কিনারা। ধৃতদের একজন সন্দীপ দাস(৩২) ও অন্যজন সঞ্জয় দাস(৪৪)। বাড়ি মহেশতলা থানার শ্যামপুরের ঘোষপাড়া তে। জেরায় তারা অপরাধের কথা কবুল করেছে। রবিবার সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন জয়েন্ট সিপি ক্রাইম।

গ্রেফতার মৃতার দুই মাসতুতো ভাই। ধৃতদের বাড়ি মহেশতলায়। জেরায় অপরাধ কবুল করেছে ধৃতরা। ধৃতদের অনেক টাকা ধার হয়ে গিয়েছিল। মৃতের পরিবারের কাছে অনেক টাকা, গয়না ঘরে ছিল এমনই ধারণা ছিল ধৃতদের। পরিকল্পনা করেই বাড়িতে গিয়েছিল ধৃতরা। ধৃতরা জানত, ওই সময়ে তাদের দিদি সুস্মিতা মন্ডল একা থাকত। মাকে খুনের সময় ছেলে তমজিৎ মন্ডল দেখে ফেলে, সেইজন্যই ছেলেকে খুন। জানালেন জয়েন্ট সিপি ক্রাইম মুরলিধর শর্মা।
ধৃত সন্দীপ দাস ও অন্যজন সঞ্জয় দাস কে আগামীকাল আলিপুর আদালতে তোলা হবে।